Tag Archives: Chicken roast

Bangladeshi “Biye Bari” Style Chicken Roast/ বাংলাদেশি বিয়ে বাড়ি স্টাইলের চিকেন রোস্ট:

 

বাংলাদেশি বিয়ে বাড়ি স্টাইলের চিকেন রোস্ট:
012.JPG
চিকেন রোস্ট নিয়ে আমি এত এত এক্সপেরিমেন্ট করেছি যে তাতেই আমার ৭/৮ টা রেসিপি হয়ে যাবে. আছেও.কিন্তু আমার এই রেসিপিটা এখন পর্যন্ত আমার মতে বেস্ট. বলতে গেলে পুরোই বিয়ে বাড়ির সেই রোস্টের কথা আপনাকে মনে করিতে দিবে.
 
রেসিপি দেয়ার আগে কয়েকটা কথা বলবো.
 
১. বেরেস্তা এই রেসিপিতে খুব ইম্পোরটেন্ট একটা ভুমিকা পালন করে.তাই আগেই বেরেস্তা করে রাখা ভাল.
বেরেস্তা টা অবশ্যই সুন্দর সোনালী হতে হবে ,কালচে নয়. কালচে বা বেশি গাঢ় হয়ে গেলে রোস্টের রংটাও কালচে হবে.
এই ব্যাপারে একটা টিপ্স দেই. বেরেস্তা ভাজার সময় কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়,নয়তো সহজেই কিছু বেরেস্তা গাঢ় আর কিছু হালকা রয়ে যায়.
তেল থেকে উঠানোর পর বেরেস্তার রং কিন্তু আরেকটু ডার্ক হয়ে যাবে ,তাই হালকা বাদামি হয়ে যাবার সাথে সাথে তুলে ফেলতে হবে.
সময় পেলে বেরেস্তার উপর একটা ভিডিও করে দেখাবো ইন শা আল্লাহ.
 
২. আমি বেরেস্তা ছাড়াও এক্তু বাটা পিয়াজ ব্যাবহার করেছি.
 
৩. সবচেয়ে গুরুত্তপুর্ন একটা ইনগ্রিডিয়েন্ট হলো ক্রিম. হেভি ক্রিম না. আমি ব্যাবহার করেছি টেবিল ক্রিম. যারা বাইরে থাকেন ,তারা নেসলে’র টেবিল ক্রিম টা ব্যাবহার করতে পারেন. এই টেবিল ক্রিম টা ক্যানে আসে. দেশের ডানো ক্রিমের মত.
আচ্ছা এখন ক্রিম বাসায় নেই,কিন্তু খুব খেতে ইচ্ছা করছে এই ক্ষেত্রে শেষে ক্রিমের পরিবর্তে ১/৪ কাপ গুড়ো দুধ ছড়িয়ে দিয়েন. এটাই মাওয়ার কাজ করবে.
 
৪. এখন যেটা বলবো তার জন্য অনেকে নাক কুচকাতে পারেন. তাও বলি. আমি কিন্তু রং আনার জন্য অল্প হলুদ আর মরিচ মশলা কশানোর সময় ব্যাবহার করেছি. মুরগি তে মাখাই নাই কিন্তু. কশানর সময়. পরে ক্রিম দেয়ার পর এত সুন্দর রং হয়েছে. কিন্তু হলুদ বা মরিচের ফ্লেভার বোঝা যায় নি.
রেসিপিতে আমি এই হলুদ,মরিচের কথা উল্লেখ করবো না. কেউ চাইলে ব্যাবহার করতে পারেন. ১/২ চামচ (হাফ চামচ) হলুদ আর ১ চামচ মরিচের গুড়া ব্যাবহার করেছি.
তবে কেউ শেষে ক্রিম ব্যাবহার না করলে হলুদ ,মরিচের গুড়া ব্যাবহার করবেন না.
 
উপকরণ :
 
২ টা ছোট মুরগি, প্রত্যেকটা মুরগি ৪ পিস করা.
১ টেবিল চামচ আদার রস
২ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ রশুন বাটা
১/৩ ভাগ কাপ পিয়াজ বাটা
১ কাপ বেরেস্তা
৫-৬ টা আস্ত এলাচ
২ টা ছোট দারচিনি স্টিক
২ টা তেজপাতা
১/২ কাপ টক দই,অল্প পানি দিয়ে ফেটিয়ে নেয়া
৭/৮ টা আস্ত কাচামরিচ
লবন
১ টেবিল চামচ – ১ ১/২ টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ি
তেল
২ টেবিল চামচ ঘি
৪ টেবিল চামচ ক্যানের ক্রিম,যেমন Dano
আলু বোখারা
১ চা চামচ কিসমিস বাটা (ইছছা)
১/২ টেবিল চামচ পোস্তদানা বাটা (ইছছা)
কেওড়া জল
২ চা চামচ বিশেষ মশলা
 
বিশেষ মশলা :
 
১/২ চা চামচ এলাচ গুড়া
১/২ চা চামচ দারচিনি গুড়া
১/২ চা চামচ লং এর গুড়া
১/২ চা চামচ সাদা গোল মরিচ গুড়া
১/২ চা চামচ জয়িত্রি -জায়ফল গুড়া
১ টা বড় এলাচ/কালো এলাচ গুড়া
 
সব একসাথে একটা বাটিতে মিলিয়ে নিন.
 
প্রনালী :
 
১. মুরগি ৮ পিস হবে. মুরগি গুলোতে আদার রস মাখিয়ে তেলে ভাল করে ভেজে নিন.
২. ওই তেলেই এলাচ,দারচিনি,তেজপাতা দিয়ে ভাজুন.পিয়াজ বাটা,আদা বাটা,রশুন বাটা দিয়ে ভাজুন. অল্প পানি যোগ করে লবন দিয়ে কশাতে থাকুন. মুরগি গুলো দিন.
৩. অল্প পানি দিয়ে কাটা চামচ দিয়ে দই হাল্কা স্মুদ করে ফেটে নিন. ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না,তাতে দই এর ক্রিমি ভাব থাকবে না.
অনেক সময় দই মশলা দিলে ছেড়ে ছেড়ে যায়,একটু ঘি ,চিনি মিশিয়ে দই টা ফেটানো হলে এমন হবে না. দই.দিন.বেরেস্তা দিন. কিসমিস বাটা ,পোস্তদানা বাটা,আলু বোখারা,কাচামরিচ দিন.
৪. ঢেকে দিয়ে আরেকটু সময় রান্না করুন. ক্রিম দিন. চিনি দিন.আর অল্প একটু সময় রান্না করুন. ঘন ঘন নাড়ুন, না হলে নিচে পোড়া লাগবে.
 
বিশেষ মশলা দিয়ে দিন.কেওড়া জল দিয়ে উপরে ঘি ছড়িয়ে দিন. ঢেকে দিয়ে চুলা বন্ধ করে চুলা উপরেও রেখে দিন.গরম চুলা দমের কাজ করবে.

 

 

011

In Bangladesh , there can be no wedding feast without a special kind of chicken preparation , named “roast” , though not roasted in proper meaning . But we call it roast and will always call roast, it being the main attraction in a wedding party after the bride and bride groom . 😀

This is a humble try to replicate that heavenly flavor . The exact flavor is quite impossible with out the smell of the charcoal and woodchips , these complete the flavor for sure . But even then , just a try to get at least the “almost” same flavor .

15095011_719862591498057_4874455341780275391_n (1)

 

Chicken Roast Desi Style

Chichen roast desi style

Chicken roast desi style

Ingredients:

1. 1 chicken, cut in 4 or 6 pieces
2. Yogurt half cup + 1/8th cup for marination
3. 1 and half table spoon of ginger paste
4. 2 teaspoon garlic paste
5. 3/4 th cup of chopped onion
6. tomato sauce 1 and half tbl spoon
7. Tamarind sauce ( store bought) 1 teaspoon
8. Chili powder 1 teaspoon
9. Coriander Powder half teaspoon
10. Salt
11.Bayleaf, cinnamon, cardamoms
12. Pinch of yellow food color ( optional)
13. Sugar to taste
14. Oil+ ghee
15 Maowa/ khoya 1 tbl spoon, make it loose with your hand
16. Handful of green chilies
17. Special Garam masala powder

For Special Garam Masala Powder grind half teaspoon of cumin, half teaspoon of whole coriander, 4/5 cloves, 3/4 cardamoms,half teaspoon black/white pepper, 1 teaspoon poppy seed , little mace and nutmeg together into a fine smooth powder.

Cooking Method:

1. Marinate the chicken pieces with 1/8 th cup yogurt and and salt.

2. In another bowl tale half cup pf yogurt, whisk it and add ginger paste, garlic paste, salt, tomato sauce, tamarind sauce, chili powder, coriander powder, garam masala powder and food color in it.Mix well.

3.In a wok heat oil+ghee and fry the chicken for a while. Keep aside the chicken pieces ..

4.Now add bayleaf, cinnamon and 2 cardamoms in the oil , fry a little then add chopped onion and fry until they turn brown.Pour the yogurt mix and the chicken. Add little water and cover with a lid. When oil separates add sugar and handful of green chilies. Add maowa/khoya…Turn off the stove and keep the wok on it with lid on for 5 / 10 minutes.
Enjoy your Chicken roast with Polau/ Pilaf, Paratha..