Tag Archives: Shami Kabab

Shikampuri Kabab

010

Shikampuri kabab is just a variant of Shami kabab with having only one difference , that is to stuff cottage cheese or hung curd inside .
For the shami kabab recipe , please click this link;
https://khadizaskitchen.com/2014/10/03/shami-kabab/

Now for the stuffing;

Mix chopped onion , cilantro , green chilies and raisins and stuff inside each shami kabab .

Note:

Hung curd is nothing but yogurt drained out of all the water . Just tie some yogurt in a cheese cloth or any other cotton cloth and leave it hanging until all the water from yogurt is drained out , around 2/3 hours .

2014-11-17

Shami Kabab / শামি কাবাব

 

013.JPG

ছোট থাকতে ভাবতাম এই কাবাব টা মনে হয় শুধু স্বামীদের জন্য বানানো হতো!আম্মু কত ভাল সবার জন্য বানায়!!😜
পরে মনে হলো নাহ এই কাবাব মনে হয় স্বামীরা বউদের জন্য বানায়!😨
আসলে শামি কাবাবের শামি’ শব্দটি এসেছে উর্দু “শাম” থেকে,যার অর্থ সন্ধ্যা.এই কাবাবটি মুঘল সম্রাটরা সান্ধ্যকালীন নাস্তায় উপভোগ করতেন বলে এর নাম শামি কাবাব বলে অনেক ইতিহাসবিদরা মনে কেন.
আরো একটা অভিমত আছে. তাদের মতে “শামি” এসেছে সিরিয়ার প্রাচীন নাম “শাম” থেকে – যা শামি কাবাবের উৎপত্তি নির্দেশ করে.তাদের মতে মুঘলদের সাথে মধ্যপ্রাচ্যের অনেক রান্নাও ভারতবর্ষে এভাবে পদার্পন ঘটে.

#শামি কাবাব আর টিকিয়া কাবাব এক কিনা? অনেকে কাবাবের ভিতর বেরেস্তা,কিশ্মিশ এর পুর ভরে বলে টিকিয়া, অনেকে পুর ভরা টাকে শামি কাবাব বলে.আসলে এধরনের কোন ভিত্তি নেই. যাহা লাউ,তাহাই কদু.আসলে টিকিয়া কাবাব বলতে সব ধরনের গোল শেইপের কাবাবকে বুঝায়.

#শামি কাবাবে মাংসের সাথে ব্যাবহার করা হয় চানা বা বুটের ডাল. এখন অনেকে এর অনুপাত সম্পর্কে কনফিউসড. তাদের জন্য বলছি,
শামি কাবাবে মাংস আর ডালের পরিমান সব সময় ৫:১.মানে মাংসের ১/৫ ডাল নিতে হয়.
মাংস ১ কেজি হলে ডাল ২০০ গ্রাম. মাংস ৫০০ গ্রাম হলে ডাল ১০০ গ্রাম,মাংস ২৫০ গ্রাম হলে ডাল ৫০ গ্রাম.
এখন অনেকে ডাল গ্রামে কিভাবে নিবে বুঝতে পারেন না. তাদের জন্য বলসি,
৫০ গ্রাম কাচা চানা ডাল=১/৪ কাপ (মেজারিং কাপের)
১০০ গ্রাম কাচা চানা ডাল =১/২ কাপ
২০০ গ্রাম কাচা চানা ডাল= ১ কাপ

#মাংস নিবেন না কিমা? সলিড মাংসের শামি কাবাব কিমার থেকে অনেক মজা হয়. কিমা ব্যাবহার করা যায়,কিন্তু চর্বিবিহীন মাংস ব্যাবহারই শ্রেয়.

# অনেক রেসিপিতে ডাল ,মাংস একসাথে সিদ্ধ করতে বলে. এতে অনেক সময় ডাল গলে ভরতা হয়ে যায়, কিন্তু মাংস সিদ্ধ হয় না. হাড়িতে ডাল একেবারে এমন ভাবে পোড়া লাগে,যে সেই হাড়ি পরিষ্কার করতে জান বেড় হয়ে যায়. পোড়া লাগে কারন মাংস আর ডাল একদম শুকনা করে ফেলতে হয়. ভিজা ভিজা থাকা মানেই পানি থাকা ,যার জন্য অনেক সময় কাবাব তেলে দেয়ার সাথে সাথে খুলে যায়. মাংস আর ডাল এই জন্য শুকনা করে পানি টানিয়ে ফেলতে হবে.
আমি যেটা করি,মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসলে পানি কমে আসলে ডাল টা দেই. ডাল আগে থেকে ভিজানো থাকলে সিদ্ধ হতে সময় লাগে না. তাই দরকার পড়লে পরে গরম পানি কিছু যোগ করা যায়,কিন্তু আগেই এক গাদা পানি দিয়ে সিদ্ধ করার কোন দরকার নাই.

# তেলে দেয়ার সাথে সাথে খুলে যায় কেন? অনেক গুলো কারন হতে পারে;

* কাবাবের মিস্রনে পানি বা আদ্ররতার পরিমান বেশি থাকলে. মাংস আর ডাল সিদ্ধ করার সময় একদম শুকিয়ে ঝরঝরে করে ফেলতে হবে. তারপর বেটে বা ব্লেন্ড করে নিতে হবে. ব্লেন্ড করার সময় অল্প অল্প শুকনো ভাবে ব্লেন্ড করবেন.পানি ব্যাবহার করবেন না. ভাল কোয়ালিটির চপার ব্যাবহার করলে খুব সহজেই পানি ছাড়া করতে পারবেন. তারপরও দরকার হলে ডিম আগেই ব্লেন্ড করার সময় ব্যাবহার করবেন. একটা একটা করে দেখবেন.
*কাবাবের মিস্রন খুব ড্রাই হলে. খুব বেশি ড্রাই হলেও কাবাব খুলে খুলে যাবে. ড্রাই মনে হলে একটা ডিম ফেটে দিয়ে দেখতে পারেন,অন্য কিছু নয়.
* পর্যাপ্ত বাইন্ডিং এর অভাবে. শামি কাবাবে বাইন্ডিং হিসেবে ব্যাবহার করা হয় ফেটানো ডিম. ১ কেজি মাংসের শামি কাবাবে ২-৩ টা ডিম লাগে. এর বেশি না. কম ও না. তবে ডিম এর সাইজের উপরেও ডিপেন্ড করবে. কাবাবের মিস্রন খুব ড্রাই মনে হলে এর বেশি ডিম লাগলেও লাগতে পারে .
* পিয়াজ,কাচামরিচ মোটা মোটা করে কেটে মিস্রনে মাখালে, কোনা খুলে খুলে কাবাব ভেংে যেতে পারে. খুব মিহি করে পিয়াজ আর কাচামরিচ কাটবেন,যাতে শেইপ করার সময় কোনা বের না হয়ে যায়.
* শেইপ করার সময় কোনা যদি ভাংা থাকে,তাহলেও খুলে যাবে. সময় নিয়ে সুন্দর গোল করে শেইপ করুন আর আংুল দিয়ে চারপাশ স্মুদ করে দিন.
* ভাজার সময় তেল যদি যথেষ্ট গরম না থাকে তবেও কাবাব খুলে যেতে পারে.
*ভাজার সময় এক পিঠ লাল হতে না হতেই নেড়ে উল্টে দিতে গেলেও ভেংে যেতে পারে. একসাথে এক গাদা কাবাব তেলে দিলেও সমস্যা হতে পারে.
তাই একসাথে এক গাদা কাবাব দিবেন না. এক পিঠ হতে না হতেই আরেক পিঠ উল্টাতে যাবেন না.

এরপরও ভাজার সময় প্রথমে ২-৩ টা দিয়ে দেখুন. যদি তারপরও নরম লাগে তবে মিস্রনে অল্প বেসন ব্যাবহার করুন. বেসন,একটু শুকনো টেলে নিলে ভাল. এক গাদা বেসন ব্যাবহার করবেন না , তাহলে কাবাব খুব টাইট হয়ে যাবে.

# কিভাবে সংরক্ষন করবেন?
কাবাব শেইপ করে ছড়ানো মেটাল প্লেইটে বিছিয়ে কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রাখুন. এরপর খুলে নিয়ে জিপলক ব্যাগে রেখে দিন. যখন দরকার পড়বে ভেজে নিবেন.
অথবা কন্টেইনার প্লাস্টিক বক্সে একটার পর আরেকটা বিছিয়ে রাখতে পারেন. কখন এক কাবাবের উপর আরেক কাবাব রাখবেন না. ভাজার সময় বের করার সময় খুলে যেতে পারে. যদি রাখতে চান,এক লেয়ার কাবাবের উপরে ক্লিংফিল্ম /প্লাস্টিক র‍্যাপ বা এলুমিনিয়াম ফয়েল বিছিয়ে তারপর রাখুন.
ফ্রযেন কাবাব ভাজার সময় তেল যথেষ্ট গরম হবে ঠিকই,কিন্তু এরপর জাল কমিয়ে অল্প আচে একটু বেশি সময় ধরে ভাজুন,নইলে ভিতরে বরফ থেকে যাবে.
ফ্রোযেন কাবাব,কখনোই বের করে রুম টেম্পেরেচারে এনে ভাজার চেষ্টা করবেন না. এতে কিন্তু বরফ পানি হয়ে কাবাব কে নরম করে দিবে,তেলে দেয়ার সাথে সাথে খুলে যাবে.
অনেক সময় ফ্রোযেন কাবাব ভাজার সময় খুলে খুলে যায়. এজন্য প্রথমে ১/২ টা তেলে দিয়ে পরীক্ষা করে,বাকি গুলো ভাজলে ভাল.
যদি খুলে যায়. তবে ফ্রোযেন কাবাব ভাজার সময় ডিমের সাদা অংশ ফেটে ,তাতে ডুবিয়ে ভাজলে আর ভাংবে না.

শামি কাবাব:
উপকরণ :
১ম পর্ব (মাংস সিদ্ধ করার উপকরণ ):
১ কেজি সলিড ,চর্বি ছাড়া গরুর মাংস ( রানের মাংস হলে ভাল)
১ কাপ চানা/বুটের ডাল ( কমপক্ষে ৪/৫ ঘন্টা আগে থেকে পানিতে ভিজানো )
১ টা মাঝারি পিয়াজ মোটা করে কাটা (আধা কাপ পরিমান)
৫-৬ কোয়া রসুন
আড়াই ইঞ্চি লম্বা আদার টুকরা, মোটা মোটা করে কাটা ( দেড় টেবিল চামচ পরিমান )
৬-৭ টা সবুজ /ছোট এলাচ
২ টা বড় এলাচ
২ টুকরা ছোট দারচিনি স্টিক
২ টা তেজপাতা
১ চা চামচ লং
১ চা চামচ গোল মরিচ
৫/৬ টা লাল শুকনা মরিচ
লবন
২য় পর্ব :
৩ টেবিল চামচ বেরেস্তা
২ টেবিল চামচ মিহি কুচি পিয়াজ
১/২ টেবিল চামচ মিহি করে কাটা কাচা মরিচ
২ চা চামচ মিহি করে কাটা আদা কুচি
১ টেবিল চামচ পুদিনা কুচি
২ টা বা ৩ টা ফেটানো ডিম
১/২ টেবিল চামচ স্পেশাল গরম মশলা
এলাচ,জয়িত্রি, জাইফল, দারচিনি,মৌরি ,জিরা, শা জিরা ,ধনিয়া একসাথে গুড়ো করে নিতে হবে. জিরা আর জয়িত্রি একটু টেলে নিতে হবে,বাকি মশলা টালতে হবে না.

প্রনালী :
১. ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন. মাংস ছোট ছোট, পাতলা করে কেটে ডাল বাদে সব উপকরন দিয়ে সিদ্ধ দিন. মাংস সিদ্ধ হয়ে গেলে ডাল দিন. মাংসের পানি এমন থাকবে যে ডাল সিদ্ধ হবে,কিন্তু গলে যাবে না. দরকার হলে পরে পানি যোগ করা যায়,কিন্তু আগেই এক গাদা পানি দিবেন না.
২. পানি শুকিয়ে ঝরঝরে হলে পানি ছাড়া আস্ত গরম মশলা গুলো সহ বেটে বা ব্লেন্ড করে নিন. এই মশলা গুলো সিদ্ধ হওয়ার পর ফেলে দিবেন না.
৩.এখন ২য় পর্বের সব উপকরন মিশিয়ে সুন্দর করে গোল করে শেইপ করুন. লবন লাগলে যোগ করতে পারেন.
ভাজার আগে কমপক্ষে ১ ঘন্টা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ভাজলে ভাল.
আই ছ্যাকা তেল বা ডুবো তেল, কোনটাতেই বাকি না. বেশ অনেক খানি তেলে ভাজতে হয়. ডুবো তেলের কম কিন্তু ছ্যাকা তেলের থেকে বেশ বেশি তেলেই ভাজি.
এক পিঠ না হতেই আরেক পিঠ উল্টাতে যাবেন না.
মাঝারি আচে লাল করে ভাজুন.

 

I always wondered , why does this beautiful kabab is named “Shami Kabab” ??? In Bangla Shami means “husband”, 😛 so as a kid I always thought it must have been made by a very good husband for her wife or these kabas are only for the husbands ; :O “lucky me , at least Ammu never discriminates , we all along with Abbu can enjoy it’s charm” Hahahahaha How silly I was !!!

Shami came from the Urdu word “Sham” , which means evening . So this is the kabab made for evening snack with tea !! Though we enjoy it not only in the evening , not only as a tea time snack , but any time without anything , no matter you are hungry or not or as a side with any main dish like polau or biriyani or naan or paratha .

Some says Shami indicates “Sham”- ancient name for Siriya , indicating it’s origin there .Whatever the stories are , this kabab undoudtedly one of my very favorite kababs and most probably the most consumed one in Bangladesh . In every occassion , it’s a must dish made at almost every home of Bangladesh .

Ingredients:

1st part:

 

Beef Keema (Minced Beef): 1 K.G1
Chaana Daal (Chaana Lentil): 1 Cup – Soaked in water for 4 -5 hours or overnight.
1 medium onion, chopped coarsely
Ginger, chopped : 1 and 1/2 tbl spoon
Garlic cloves: 5/6
Bay Leaf: 2 pieces
Green Cardamom: 6-7 Pieces
Black cardamom: 2
Cinnamon: 2 pieces of 1 inches each
 Black pepper : 1 tea spoon
 Cloves: 1 tea spoon 
Dried red chilies:5-6
Salt to taste

 

2nd part:

Onion (Beresta – Onions sliced and deep crispy fried in oil): 3 tbl sppon

onion chopped:  2 tbl spoon

ginger finely shredded :2 tea spoon

Mint: 1 tblsoon
Green Chili: 1/2 tbl spoon
Eggs: 2 beaten

Special masala :1/2 tbl spoon
Oil for frying

Cooking Method:

1. Boil beef keema with Chaana daal  and all the ingredients,mentioned in part 1 until the water completely dries out .

2. When water dries out, blend the keema or minced meat without adding any water with all the whole spices boiled with.

3. Then add the onion,fried onion/bereshta, chopped mint, chopped green chillies, finely shredded ginger, special masala ,eggs and a little salt (if needed), mix well and shape them and shallow fry with good amount of oil at medium low flame.

4. Now serve with Pulao, pilaf, biriyani, khichuri or rice and Naan or Chapati.

Cooking Tips:

1. The Lentil (Chaana Daal) has to be soaked in water overnight or at least for 4-5 hours before the cooking process begins. Otherwise the lentil will not be properly cooked.

2. The kabab will fry better if you refrigerate for 30 minutes or so before you fry them.

Tuna Shami Kabab!!!

Tuna Shami Kabab!!!

Tuna Shami Kabab!!!

Shami kabab is usually made with mince meat and yellow split pea , boiled and blended together to give the shape of tikiya or kabab . The name of the kabab , “Shami” involves many stories . In Urdu / Hindi or Punjabi , Sham means evening. So a version states ,the kabab is named so ,as it is preferred to be consumed in the evening as a snack .
On the other hand , some other version states , in Urdu , Sham means “Syria’, the Middle_Eastern country , pointing the origin of the kabab .

Shami kabab , is no doubt one of my most favorite kabab , I can enjoy any time of the day !! 🙂 I experimented it with Tuna . Came out just perfect . Before , I used to make tuna kabab with tuna and potato , but I opted potato to make this shami kabab . Yellow split pea or channa/ boot daal is used to give the exact same flavor and effect of that of shami kabab made with mince meat .

Ingredients:

Ingredients:

1 Tuna Can in water/ oil
1/3 rd cup of yellow split pea or chaana daal , soaked in water for at least 3 to 4 hours .
3 tbl spoon fried Onion ( Bereshta)
Chopped mint and cilantro
Chopped green chilies
1 tea spoon Garam masala powder ( optional)
1/2 tea spoon nutmeg powder
1 or 2 eggs , beaten ( start with 1 egg , if still dry add the other)
Salt to taste

Cooking method:

1. Drain all the water from the tuna. Squezze hard to remove any extra water.
2. Drain the water from the chaana daal and boil . Dry out the water . The daal should be intact but fully boiled . Now blend the daal in the blender . Don’t put any water in it . The blended daal should be dry .
2. Now combine all the ingredients together. Start with 1 beaten egg , if feels dry add another egg .
3. Shape into kababs and deep fry on medium low heat.

Cooking Tips:
You can store the kababs in deep fridge for a quite a long time.If you want to store, then don’t fry them.After shaping keep them in a box and refrigerate. Fry them and serve whenever you need.

Tikiya Kabab ( with keema)

Tikiya Kabab

Tikiya Kabab

Ingredients:

Minced Beef/ Beef Keema 500 gram
Split Bengal Gram Lentil/ Chaana daal 100 gram
Soy Sauce 1 tbl spoon
Ginger paste 1 tbl spoon
Garlic Paste 1 and half tea spoon
1 large bayleaf
Cinnamon 1 stick of 2 inches
3 Cardamom pods
Fried Onion ( Bereshta) half cup
Chopped green chili 1 teaspoon
Chopped Mint 2 teaspoon
2 beaten eggs
Salt to taste
Special Kabab masala Powder 1 teaspoon

For the Special Kabab Masala Powder roast 4 dry chilies,1 teaspoon of Cumin seeds , 1 teaspoon of whole coriander, 4/5 cloves, half a teaspoon black pepper, 3/4 cardamom pods, 1 small stick of cinnamon, half teaspoon fennel, a little more than half teaspoon of javetri/mace, little amount of nutmeg and grind them into a smooth powder. Take 1 teaspoon for kabab and preserve the rest.

Cooking Method:

1. Boil beef keema with Chaana daal , ginger-garlic paste, bayleaf, cardamom, cinnamon, salt, soy sauce until completely dried out.

2. Take out the cinnamon and bayleafs , leaving cardamoms in the keema.Blend the keema or minced meat without adding any water.

3. Then add the onion bereshta, chopped mint, chopped green chillies, beaten eggs, kabab masala powder and a little salt (if needed), mix well and shape them and deep fry at medium low flame.

Enjoy!!!!!!!!!!!!

Notes:

1. After boiling the keema and daal , the water should be completely dried out.

2. While blending the keema, don’t add any water. It should be dry. Don’t try to blend at a time. Blend taking little amount every time..

3. Keep them in refrigerator for at least half an hour before you fry them. And alwayz fry on medium low heat, it would help to have a crisp texture outside.

4. After putting in oil , don’t try to turn over the kababs so frequently. Your kabab may break in for that. Wait until one side gets slight brown.

5. The ratio of the keema and daal should be 4 : 1 .. For every 1 cup of keema ( 250 gram) , take 50 gram ( 1/4th cup ) of Chaana daal.

Image

Mutton Biriyani and Shami Kabab

Mutton Biriyani and Shami Kabab

Mutton Biriyani and Shami Kabab

Mutton biriyani: the ratio of meat and rice should be 2:1..
1 kg mutton: 500 gram kalijeera chaal..
1.marinate the mutton with onion paste, ginger paste, garlic paste, 1/2 cup yogurt, salt,lil corriander powder, chilli powder,bayleaf, chinnamon, and garam masala powder made of cumin(jeera), corriander ( dhone), cardamom( elach), black pepper ( golmorich), mace ( joyetree) , nutmeg ( jaifol) for at least 8/9 hours..it will make the mutton tender and won’t smell a bit..

2. put oil in the pot and cook the meat…bhalo kore koshiye koshiye tarpor cook korte hobe…gravy ekdom kome ashle alu dite hobe…alu ta puro shidhdho hobe na, karon rice’r shathe dear por r na hole gole jaabe…when the gravy is almost drying out add milk and dry out the gravy..

3. wash the rice and put ghee/ oil in the pot..add sliced onion..add bayleaf, cinnamon, cardamom..fry the onion until brown..add tginger paste..then add rice and salt …fry them for a while..add the meat…bhalo kore nere chere paani diye dite hobe…2 cup chaal er jonno 3 cup er moto hot water..add dried plum/ alu bokhara…cover the lid..when water is almost dried out add handfull of green chillies…ektu nere dite hobe jaate niche pora na laage but care ful beshi nara chara dile kintu bhorta bhorta hoye jaabe..just pash theke halka haate niche ektu uthiye dite hobe…ekhon dom e rakhte hobe..sprinkle keora water before serving…

Shami kabab: boil 1 cup of beef keema with 1/4 cup of chaana daal( aage theke chaana/buter daal min 4/5 ghonta bhijiye rakhte hobe), ginger-garlic paste, bayleaf, cardamom, cinnamon, salt, soy sauce…when water dried out blend the kima without adding any water…then add onion bereshta, chopped mint, chopped green chillies, 1 or 2 eggs and lil salt if needed..shepe them and deep fry at medium low flame…..its better to keep them on refrigerator for a while before frying…